টেস্টে আফগানিস্তানের স্বপ্নিল অভিষেকে বাধা দিলো বৃষ্টি Dhakabangladesh24



স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের ‘তীর্থ ভূমি’ হিসেবে পরিচিত লর্ডসে অভিষেক হলো সদ্য টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তান ক্রিকেট দলের। গতরাতে মেরিলিবন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিশ্বসেরা একাদশের বিপক্ষে প্রর্দশনী ম্যাচ দিয়ে লর্ডসে নিজেদের অভিষেক ঘটায় আফগানরা। তবে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে।
৪০ ওভারের ম্যাচে প্রায় ৮ হাজার দর্শকের সামনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন এমসিসি বিশ্বসেরা একাদশের অধিনায়ক নিউজিল্যান্ডের সাবেক দলপতি ব্রেন্ডন ম্যাককালাম।

বল হাতে নিয়ে এমসিসি বিশ্বসেরা একাদশকে শুরুতেই জোড়া ধাক্কা


দেন আফগানিস্তানের পেসার শাপুর জাদরান। দলীয় ১৭ রানের মধ্যে এমসিসি বিশ্বসেরা একাদশের ২ উইকেট তুলে নেন জাদরান। ম্যাককালামকে ৫ ও পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হককে ৭ রানে থামিয়ে দেন জাদরান।

এরপর ইংল্যান্ডের সাম হাইনের ১০০ বলে ৭৬, সামিত প্যাটেলের ৫৩ ও ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ন চন্দরপলের ২২ রানের সুবাদে ৬ উইকেটে ২১৭ রান করে এমসিসি বিশ্বসেরা একাদশ। আফগানিস্তানের জাদরান ২৯ রানে ৩ ও গুলবাদিন নবী ৪৭ রানে ২ উইকেট নেন।

জবাবে দলীয় ১৪ রানে প্রথম উইকেট হারানোর পরও ৫ ওভারে ১ উইকেটে ৩১ রান তুলে ফেলে আফগানিস্তান। এরপর বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায় খেলা। পরবর্তীতে বৃষ্টির তেজ অব্যাহত থাকায় ম্যাচটি পরিত্যক্ত করা হয়। নুর আলি জাদরান ১১ রানে আউট হলেও জাভেদ আহমাদি ১৩ ও জামাল ৪ রানে অপরাজিত ছিলেন।

লর্ডসে দ্বিতীয়বারের মত আইসিসির সহযোগী কোনো দেশ ও এমসিসি বিশ্বসেরা একাদশের মধ্যে ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হলো। এর আগে ২০১৬ সালের ১৯ জুলাই আইসিসি সহযোগী দেশ নেপাল মুখোমুখি হয়েছিল এমসিসি’র। ঐ ম্যাচে ৪১ রানে জিতেছিলো নেপাল। নেপালের বিপক্ষে এমসিসি’র মূল দল খেললেও, আফগানিস্তানের বিপক্ষে এমসিসির নামে বিশ্বসেরা একাদশ খেললো।

Comments :

Post a Comment